পানিঘাট বাজার মসজিদে ইমাম ও মুয়াল্লিমদেরে হাদিয়া প্রদান

করিমগঞ্জ জেলার ভিতরগুল পানিঘাট আঞ্চলিক নদওয়ার উদ্যোগে আজ ০৩ জুলাই ২০২০ শুক্রবার বিকাল ২-০০ ঘটিকায় পানিঘাট বাজার মসজিদের অত্র আঞ্চলিকের ২৪ জন ইমাম ও মুয়াল্লিমকে এক কালিন ১০০০/- (এক হাজার) টাকা করে হাদিয়া প্রদান করা হয়। কেন্দ্রীয় নদওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আঞ্চলিকের কর্মকর্তা ও কর্মীগণের উদ্যোগে স্বহৃদয় ব্যক্তি বর্গ থেকে টাকাগুলো সংগ্রহ করে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ইমাম ও মুয়াল্লিমদের মধ্যে বণ্টন করা হয়। আঞ্চলিক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অত্যন্ত সারগর্ভ আলোচনা করেন এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের প্রশাসনিক সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী সাহেব। আল জামিয়ার অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ আহমদ সাহেব, অফিস সেক্রেটারি মাওলানা নয়ীম উদ্দিন চৌধুরী, জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা যশিম উদ্দিন প্রমুখ। সকল বক্তারা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করে বলেন আমীরে শরীয়ত ১ম ও আমীরে শরীয়ত ২য় এর রেখে যাওয়া কর্মগুলো যথাযথ ভাবে বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। বিশেষ করে ছবাহী মক্তবের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আঞ্চলিক সম্পাদক মাষ্টার আসদ্দর আলী সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিতরগুল সিনিয়র মাদ্রাসার অধিক্ষক মাওলানা সব্বির আহমদ সাহেব, মাওলানা কুতুব উদ্দিন সাহেব, মাওলানা ইসলাম উদ্দিন সাহেব, মাওলানা আব্দুল ওয়ারিস, মাওলানা নজরুল ইসলাম সহ আঞ্চলিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started