আমি একজন ইমাম চ্যালেন্জ করছি আজ দেখাও আমায় আমার মতো কে করে আর কাজ? আমার অফিস শুরু হয় যখন ভোর রাত রাত্র নয়টায় বন্ধ করলেও শুনি কটু বাত নারী করে এক স্বামীর ঘর আমার কি আছে শেষ যে না পারে সে-ও এসে নানা সময় করে আদেশ একটি অফিস আছে কি এমন ঘড়ি দেখে কাজ চলে? একটি মিনিট এদিক হলেই, আমায় কটুকথা বলে সব অফিসারের শত ভুলেও নেই যে কারো কোন দৃষ্টি আমার একটু ভুল হলেই ঝরে আল্লাহু আকবার বৃষ্টি অফিসারের বেতন কতো? সেটা না-হয় বাদই দিলাম পিয়ন যিনি তার বেতনটা বুঝার জন্য তোলে নিলাম মাস পার হলে বেতন হাজার বিশ না হলেও কাছাকাছি সে খবর কি রাখে কেহ? আমরা কিভাবে বেঁচে আছি? বলবে হয়তো সম্মান বেশি তাতে কি আর পেট ভরে? হাট-বাজারে,ঔষধের দোকানে আমাদের কি কেউ দয়া করে? ইংরেজি আর অংক স্যারের মাইনেটা আসে হলুদ খামে কুরআন শিক্ষার পঞ্চাশ টাকা দিতে গেলেই শরীর ঘামে জন্ম হলে আযানটা দেই যৌবনে দেই বিয়ে মরার পরে গোসলটা দেই সাবান লোবান দিয়ে সাদা কাপড়ের কাফনটা দেই জানাজা দেই মাঠে কবরেতে সাওয়াবটা দেই আমরাই কুরআন পাঠে এমন একজন দেখাও তোমার সকল কাজে লাগে? রমজান মাসে নিশি রাতে তোমার জন্য জাগে? এবার বলি আরও একটা মোদের দুঃখের কথা কেউ ভাবেনা কেউ দেখেনা মোদের এ সব ব্যথা সকল কাজে ছুটি আছে আমার কাজে নাই বাড়ি গেলেও নামাজ কি আর মাফ আছে রে ভাই? চাকরিতে যা ছুটিতেও তা এটার নাম কি ছুটি? ভাগ্য দোষে কাতল মাছ আজ হলাম চুনোপুঁটি আল কুরআনের সুরা তওবার আঠারো নম্বর আয়াত থাকলে চালু হতাম কি আর মসজিদ কমিটির বায়াত? কুরআন ছাড়ায় পোড়াচ্ছে আজ জ্বালাচ্ছে সবখানে পরকালেও জ্বালাবে এ আগুন তাই চলি সাবধানে।। -: ধন্যবাদ :- এম, সিরাজ উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ত্রিপুরা ইমাম অর্গেনাইজেশন।