আজ ১৪ই জুন ২০২০, উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের অন্তর্গত করিমগঞ্জ জেলাধীন শেরুলবাগ- লাফাশাইল আঞ্চলিক কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার ২২ জন ইমাম ও মুয়াল্লিম সাহেবানদেরকে নগদ ১০০০ টাকা করে হাদিয়া প্রদান করা হয় । এতে বিশেষভাবে এলাকার বিশিষ্ট সমাজসেবী জানাব এনামুদ্দিন সাহেবের অবদান অনস্বীকার্য । উল্লেখ্য, উনাকে এ কাজে অনুপ্রেরণা যুগিয়েছেন কেন্দ্রীয় নদওয়ার মহামান্য সাধারণ সম্পাদক- মাওলানা আতাউর রহমান মাঝারভুইয়া সাহেব, সম্পাদক- ড• মাওলানা ফজলুর রহমান লস্কর সাহেব, সম্পাদক- মাওলানা নয়ীমুদ্দিন চৌধুরী সাহেব, করিমগঞ্জ জেলা যুব নদওয়ার সম্পাদক মাওলানা জসিম উদ্দিন সাহেব ও প্রচার সচিব মাওলানা নজরুল ইসলাম সাহেব প্রমুখ । আজকে আঞ্চলিকের তরফে উপস্থিত ছিলেন ক্বাজীয়ে শরীয়ত মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়ারিস ও যুব নদওয়ার সম্পাদক জানাব সালিকুর রহমান প্রমুখ ।