☆এই সেই লকডাউন, যা ইসলামের আদি যুগে ও পালন করা হয়েছিল ☆

লাফাশাইল নিউজ |মুহাম্মদ আব্দুল ওয়ারিস |লাফাশাইল |১৯মে :
_যে ভাবে হু হু করে কভিড19 এর আক্রমণ বাড়ছে,তেমনি ভাবে_ _সতর্কীকরণ ও জনসমক্ষে আসছে। সরকার ,উলামা ও সমাজসেবী সবাই_ _মানবজাতিকে এই মহামারি থেকে নাজাতের পরামর্শ ও ফরমান জারি করছেন,যা নতশীরে মান্য করা কর্তব্য_ ।
_মুসলিম জনগনের কাছে আমার বিনম্র আবেদন- পবিত্র রমজান মাস শেষ_ _প্রায়,আল্লাহ পাক বিশ্ব ব্যাপী মহামারীর মাঝে আমাদেরে জীবিত রেখেছেন,আগামী_ _দিনে রমজান ভাগ্যে আছে কি না,তা অদৃশ্য ।তাই,এই শুভক্ষণে এই মাসের মহিমা আর মাগফেরাত নিয়ে_ _আল্লাহর নৈকট্য যেন আমরা লাভ করি,অসহায়দের পাশে দাঁড়াই।জিকির আর_ _তেলাওতের মাধ্যমে অন্তরকে আলোকিত করি।আর প্রতিজ্ঞা করি যেন আগামী দিনে আল্লাহর বিধানের_ _বাইরে একটি ক্বদম না রাখি।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started