বিশ্বনন্দিত দেওবন্দ মাদ্রাসার শায়খুল হাদিস আর নেই । শোকে মুহ্যমান নদওয়াতুত তামীর ।

☆বিশ্বনন্দিত দেওবন্দ মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী আর নেই ☆ লাফাশাইল নিউজ | মুহাম্মদ আব্দুল ওয়ারিস, লাফাশাইল ১৯ মে : বিশ্বনন্দিত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রবীণ শিক্ষক ও শায়খুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরীর প্রিয়তম ছাত্র ও খাদেম মুফতি উমর ফারুক সন্দিপী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুম্বাইয়ের একটি হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেছেন । দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস দানকারী( পাঠদানকারী) উস্তাযুল আসাতেযা শাইখুল হাদিস মুফতী সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে শোকাহত বিশ্বের সব আলেম উলামা ভক্তবৃন্দ।

মুফতি সাঈদ আহমদ পালনপুরী গত ১৪ মে হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বার্ধক্য জনীত কারণে শারীরিক অবস্থার আরো অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র [আইসিউতে] স্থানান্তর করা হয়। আজ তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মুফতি সাঈদ আহমদ পালনপুরীর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে বিশেষ দু’আর আবেদন করেছেন মুফতি ওমর ফারুক সন্ধিপী।
পালনপুরীর ইন্তেকালে গোটা বিশ্বের সহিত উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীর ও গভীর শোক প্রকাশ করেছে । উনার মৃত্যুতে ইসলামী দুনিয়ার এক অপূরণীয় ক্ষতি হয়েছে । যা কখনো পূরণ হবার নয় । এক যৌথ বিবৃতিতে উত্তর পূর্ব ভারতের আমীরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেব, নাইবে আমীরে শরীয়ত মাওলানা বদরুল হক এমনী সাহেব, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাঝারভুইয়া সাহেব, সম্পাদক মাওলানা ফরীদুদ্দীন আহমদ চৌধুরী সাহেব প্রমুখ হযরত পালনপুরীর বিদেহী আত্মার মাগফেরাত তথা মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ রাব্বুল আলামীনের নিকট উচ্চাসন কামনা করে শোকসন্তপ্ত পরিবার- পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । কেন্দ্রীয় নদওয়ার কার্যালয় সম্পাদক মাওলানা নয়ীমুদ্দীন চৌধুরী এক বার্তায় এ খবর জানিয়েছেন ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started