আজ করিমগঞ্জ জেলার অন্তর্গত কনকপুর- নিলামবাজার আঞ্চলিক নদওয়ার উদ্যোগে ৯০ জন দুঃস্থ অসহায়দের মধ্যে ত্রাণসামগ্রী বণ্টন করা হয় । এতে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদ্ওয়াতুত্ তামীরের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাঝারভুইয়া সাহেব, জেলা সভাপতি তথা কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আসহাবুদ্দীন সাহেব ও জেলা যুব নদওয়ার উপ সভাপতি মাওলানা এটিএম জাকারিয়া সাহেব প্রমুখ ।