,,, ভারতের অন্যতম মুঘল শ্রেষ্ঠ সম্রাট #বাবর_রহঃ ১৫২৭ শতাব্দীতে উত্তর প্রদেশ এর ফৈজাবাদে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন, ১৯৯২ সালে কর সেবক দ্বারা এই মসজিদকে শহীদ করা হয়!
,,, এর পর থেকে আজ দীর্ঘ ২৮ বছর ধরে এই মসজিদ বন্ধ হয়ে যায়। এবং এখানে ধর্মীয় উপাসনার নাম নিশানা মিটে যায়। ভারতে হিন্দু ক্ষমতার দরুন সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদের পক্ষে রুখে দাঁড়ানোর মতো তেমন শক্তি নেই ,একমাত্র আল্লাহর উপর ভরসা ছাড়া।
,,, গত বছরের শেষের দিকে ভারতের সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি শ্রী রঞ্জন গগৈ সহ ৫ উকিলের বেঞ্চ দ্বারা বাবরি মসজিদের বিচার নিষ্পত্তি পায়। এই বিচার ভারত সহ বহির্দেশে নিরপেক্ষ বিচার বলে গন্য করা হয় নাই। বিজেপি সরকার ক্ষমতায় বল প্রয়োগ করে মুসলিম সম্প্রদায়কে ধোকা দিয়েছে এবং মসজিদ তৈরীর জন্য মাত্র ৫ একর জায়গা দিয়েছে। এতে সরকারের আঙ্গুলের হেলনিতে বিচার ব্যবস্থা কাজ করছে বলে অনেকের ধারণা!
,,, যাই হোক আজ থেকে ভারতে আরও এক কালো ইতিহাসের অধ্যায় হলো ! জোর করে মুসলমানদের জায়গা দখল করে সেখানে রাম মন্দির এর ভূমি পূজো সহ রাম মন্দির শিলান্যাস হবে।
,,, আমাদের আজ রুখে দাঁড়ানোর ক্ষমতা নেই, আমরা শান্তি চাই, যদি কেহ জোর মন্দির বানিয়ে তাতে ধর্মিয় উপাসনা করে ভারতে শান্তি স্থাপন করতে পারে এতেও আমাদের দুঃখ নেই। তবে মনে রাখতে হবে, ক্ষমতার অপব্যবহার করে, জোর করে কিছু ভালো করতে গেলে ও তাতে শান্তি মিলবে না বরং দাঙ্গাই থেকে যাবে।এরকম বহু ইতিহাস অতীতের লিপিবদ্ধ।
,,, আমরা মুসলমানরা এক আল্লাহর উপর ভরসা রাখছি, মহান আল্লাহর বিচার আজ না হয় কাল হবেই।এতে একদিন একদল কাঁদবে আর একদল হাসবে, আল্লাহ সর্বশক্তিমান। ,,,
,,, #ইনশাআল্লাহ ., সত্যের জয় একদিন হবেই হবে।মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। #আমীন
Share this post if possible…….
লেখনীতে —–
Hasanuzzaman Barbhuiya
















